সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : জনপ্রিয় চরিত্র স্পাইডাম্যানের স্রষ্টা ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
১৯৬১ সালে লি ফ্যান্টাস্টিক ফোর কার্টুন তৈরি করেন। এরপর একে একে দুনিয়া-কাঁপানো স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যানের মতো চরিত্রে সৃষ্টি করেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, লস এঞ্জেলেসের কেদার সিনাই মেডিকেল সেন্টারে এই কমিক্স লেখকের মৃত্যু হয়।
এর আগে ২০১৭ সালে তার স্ত্রী জোনে মৃত্যু হয়। তিনিও ৯৫ বছর বয়সে মারা যান। স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি অসুখের সঙ্গে লড়াই করছিলেন। লি অনেকদিন ধরেই নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি অসুখের সঙ্গে লড়াই করছিলেন।
১৯২২ সালে রোমানিয়ায়র একটি ইহুদি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন লি। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। তবু থেমে না থেকে নিজেকে এগিয়ে নেন সামনের দিকে এবং প্রতিষ্ঠিতদের কাতারে নিয়ে যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি