নবীগঞ্জে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

নবীগঞ্জে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে অজ্ঞাত মোটর সাইকেলের চাপায় জামিল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা, শিবগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত জামিল বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ গামী একটি মোটর সাইকেল শিবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির মোটর সাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনান্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক মোটর সাইকেল দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জামিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই জামিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



এ সংবাদটি 1355 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১