৩৭ তম বিসিএস এ উত্তীর্ণ হলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান মাহবুব

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

৩৭ তম বিসিএস এ উত্তীর্ণ হলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান মাহবুব

নিউ সিলেট রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান মাহবুব আলম মাহবুব ৩৭তম বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন। গতকাল বিকেলে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এতে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উত্তীর্ণ হয়েছেন।
মাহবুব আলম মাহবুব দক্ষিণ সুরমা উপজেলার ৪ নম্বর কুচাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ কুশিঘাট এলাকার মৃত ফরিদ মিয়া ও মাতা. জেলি বেগমের পুত্র। মাহবুব এসএসসি ইছরাব আলী হাই স্কুল ও কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স সম্পন্ন করেন।
মাহবুব আলম মাহবুব ৩৭তম বিসিএস এ উত্তীর্ণ হওয়ায় পরিবারসহ এলাকার মানুষ আনন্দিত। তাঁর মা জেলি বেগম বলেন, আল্লাহর কাছে শুকুর আদায় করছি এবং আগামী দিন যেন আমার ছেলে দেশ ও এলাকার সুনাম বয়ে নিয়ে আসতে পারে তাই সকলের প্রতি তিনি দোয়া কামনা করেন।
প্রতিক্রিয়ায় মাহবুব বলেন, আল্লাহ যে ভাবে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, ঠিক কর্মক্ষেত্রেও এর প্রতিস্বাক্ষর যেন রাখতে পারি এবং দেশের মানুষের সেবা করতে পারি সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 



এ সংবাদটি 2206 বার পড়া হয়েছে.
Spread the love
859       
 
    
859
Shares

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১