সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আটকৃতরা হলেন- নোমান আহমদ (৩৫), তিনি এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকার ১নং রোডের মৃত মাসুদ আহমদ কবিরের পুত্র ও একই থানার বরইকান্দি কাজিরখলা এলাকার ১নং রোডের মৃত বশির মিয়ার পুত্র মো: আতাউর রহমান সাদ্দাম (৩০)।
পুলিশ জানায়, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪৫) হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে নোমান আহমদ (৩৫) ও মো: আতাউর রহমান সাদ্দাম (৩০) কে তাদের বসত ঘর থেকে গ্রেফতার করা হয়। আটকৃৃৃতদের আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসএমপি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সন্ত্রাসীদের হাতে খুন হন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি