সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২য় দিনের মতো সিলেটের দুই উপজেলায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট ইউনিট। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনভর সিলেট সদর ও গোলাপগঞ্জ উপজেলায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, ও গোলাপগঞ্জ উপজেলায় উদ্বোধন করেন, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
এসময় মো. আব্দুর রহমান জামিল বলেন, দুর্যোগ-দুর্বিপাকে দেশের অসহায় মানুষের পাশে সর্বদা রেড ক্রিসেন্ট ছিল, আছে এবং থাকবে।
তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ সিলেটের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ধারবাহিকভাবে বিতরণ করা হবে। ঈদুল আযহার আগেই সাড়ে ৭০০টি পরিবারের মাঝে এ ফুড প্যাকেজ বিতরণ করা হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য সাইফুর রহমান খোকন, সুয়েব আহমেদ, কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো: নাজিম খাঁন, সিলেট ইউনিটের আজীবন সদস্য আজিজ উদ্দিন, রেদোয়ান উদ্দীন, রিপন চৌধুরী, যুব সদস্য ইশতিয়াক মাহমুদ সুয়েব, নাবিল আহমেদ, মির্জা জামাল আহমেদ।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি