সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৯ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : অবশেষে সিলেট নগরীর জঙ্গি আস্তানায় অভিযান শেষে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গি তৎপরতায় ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৪ নব্য জেএমবির সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে এ অভিযান চালায় পুলিশ।
জানা যায়, গত রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপন- ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ অভিযানিক একটি টিম মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরও চার জনকে আটক করে।
আটকৃৃৃতরা হলেন- সাদী ও সায়েম। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সায়েম মদনমোহন কলেজের ছাত্র। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও এসএমপি পুলিশের সহযোগীতায় সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৪৫/১০ নম্বর, মুক্তিযোদ্ধা মইনুল আহমদের বাসায় ও সাড়ে ৯টার দিকে নগরীর টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার ৪০/এ ‘শাহ ভিলা’ নামের বাসায় অভিযান চালায়। এসময় বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গি তৎপরতায় ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করে পুলিশ। তবে, অভিযানকালে কাউকে গ্রেফতার করা হয়নি।
এসএমপি পুলিশ জানায়, জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার নাইমুজ্জামানের নেতৃত্বে হযরত শাহজালাল (রহ.) মাজারে তাদের হামলার পরিকল্পনা ছিল। তবে, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. ওয়ালিদ হোসেন জানান, সিলেটে গ্রেফতারকৃত নব্য জেএমবির সদস্যকে ঢাকায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, আটকৃত ৫ জেএমবির সদস্য রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত ছিল।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি