সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) বিকেলে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে এ মাস্ক বিতরণ করা হয়।
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খানের পরিচালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড: নাসির উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা ভাইরাসের প্রথম ধাপ সরকার সফলভাবে মোকাবেলা করেছে। এখন মহামারির দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে আরো অধিক সচেতন হতে হবে। মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।
এড: নাসির খান বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মৌলবাদী গোষ্ঠীকে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম, সহ সভাপতি মিসেস হেলেন আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা আওয়ামী লীগ নেতা এড: মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির ও চিত্রশিল্পী ভানুলাল দাশ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, সহ প্রচার সম্পাদক লিটন আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুণ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিধু ভূষণ চক্রবর্তী, পূর্ব জাফলং আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য তুহিন আহমদ চৌধুরী, মাফরুজা আক্তার মৌসুমী, হেপি বেগম, রুবেল আহমদ প্রমুখ।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি