সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট নগরীর জিন্দাবাজারে ২ অভিজাত রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর পাঁচ ভাই ও পানসি রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, খাবারে কাপড়ের রঙ মেশানো, অপরিছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৩ লক্ষ টাকা ও পানসি রেষ্টুরেন্টকে সাড়ে ৩ লক্ষ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, র্যাব-৯ এর নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
এবিষয়ে আখতারুজ্জামান বলেন, খাবারে কাপড়ের রঙ, পচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে জরিমানা করা হয়েছে। যেখানেই অনিয়ম, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ নভেম্বর র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাইনউদ্দিন পাঁচ ভাই রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। ওই সময় বিভিন্ন প্রজাতির ১০১ টি অতিথি পাখির মাংস বিক্রয়ের অপরাধে মামলা হয়।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি