সিলেট ১০ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট নগরী থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক- মো: আব্দুল কাদের (২৯), সে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন নতুনপারকুল এলাকার মৃত মো: আব্দুন নূরের পুত্র। বর্তমানে- এসএমপি জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার মো: আব্দুল কাইয়ুমের বাসা।
পুলিশ জানায়, আটক মো: আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সেনাপ্রধান আজিজ আহাম্মেদ, আইজিপি ড. বেনজীর আহাম্মেদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিগণের নামে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোষ্ট ও শেয়ার করেন। এছাড়া, বর্তমান সরকার বিরোধী ও আইন শৃংঙ্খলা বাহিনী বিরোধী উসকানীমূলক তথ্য ফেইসবুকে প্রচার করে আসতেছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর এসআই মো: বাহার উদ্দিনের নেতৃত্বে এসএমপি জালালাবাদ থানাধীন মদিনা মাকের্টের আল-মদিনা ম্যানশনের মাছ বাজারের পিছনে চা দোকানের ভিতর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ট্যাব উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এঘটনায় র্যাব-৯ এর এসআই মো: বাহার উদ্দিন বাদী হয়ে এসএমপি জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে আটক মো: আব্দুল কাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসএমপি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি