সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ২০২১-২০২৩ সালের নতুন কমিটির নির্বাচনে বাবুল- জামিল পরিষদের প্রার্থীরা পুন:নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্য্যবিবরনী পাঠ, ইউনিট কতৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পেশ, অডিট রিপোর্ট, আয় ব্যয়ের হিসাব, সম্ভাব্য বার্র্ষিক বাজেট উপস্থাপন ও অনুমোদিত হয়। ৪৮তম বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-পরিচালক মো আব্দুস সালাম। নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেন। আর কোন প্রার্থী মনোয়ন পত্র দাখিল না করায় পরে প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আব্দুর রশীদ রেনু ও নির্বাচন কমিশনার এড: দিলীপ কুমার কর উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যরা হলেন- ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, মোস্তাক আহমদ পলাশ।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি