সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আটক মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় থানা প্রাঙ্গনে এয়ারপোর্ট থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।
স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ‘আগে নিজে বদলাই পরে দেশ বদলাই’। তিনি বলেন, স্থানীয় জনগনের প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এসময় তিনি সকলের সহযোগীতা ও এগিয়ে আসার আহবান। শিলং তীল বিষয়ে তিনি বলেন, তীর শিলং খেলার এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং কিশোর গ্যাংয়ের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তিনি বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত করতে নিরাপদ সমাজ ব্যাবস্থা গড়ার আহব্বান জানান।
তিনি আরও বলেন, যদি কেউ মিথ্যা মামলা করে হয়রানি করে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, নগরীর যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরে প্রতি মাসের ৮ তারিখে এসএমপি এয়ারপোর্ট থানা প্রাঙ্গনে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষনা করেন। এর আগে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার সমস্যা নিয়ে নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো: শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন এবং বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগন। এছাড়াও স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন মজিদ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি