সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেছেন, প্রত্যেক পুলিশ সদস্য সতর্কতা অবলম্বন করে নিজের দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের স্বাস্থের প্রতি যত্নবানও হতে হবে। তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা সিলেট নগরীর রিকাবিবাজার পুলিশ লাইন্সে সিলেট মেট্রোপলিট পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নিশারুল আরিফ বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। এছাড়া, মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক সফি আহমেদের প্রস্তাব অনুযায়ী মানবিক কাজের জন্য এসএমপি ব্লাড ব্যাংক করার জন্য নির্দেশ দেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান করবেন তাদের জন্য একদিনের রেস্ট সহ যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা হবে বলে জানান। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেন।
এদিকে, দুপুর সাড়ে ১২ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে কমিশনার মোঃ নিশারুল আরিফের সভাপতিত্বে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, র্যাব ৯ এর প্রতিনিধি, পি.বি.আই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধি সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি