সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি এ টি এম ফয়েজ। তিনি ৮৭১ ভোট পেয়ে ফের সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার আহমদ চৌধুরী আবদালকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। আবদাল চৌধুরীর প্রাপ্ত ভোট ৪৩৩ টি। তবে, সাধারণ সম্পাদক পদে মো: ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমানের মধ্যে সমান ভোট পড়ায় এই পদে স্থগিত করা হয়েছে। এছাড়া, সহসভাপতি (১) পদে বিজয়ী হয়েছেন এ কে এম ফখরুল ইসলাম, সহসভাপতি (২) পদে বিজয়ী হয়েছেন পান্না লাল দাস, যুগ্ম সম্পাদক (১) পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ শিব্বির আহমদ বাবলু, যুগ্ম সম্পাদক (২) পদে বিজয়ী হয়েছেন- মুমিনুর রহমান টিটু, সহসম্পাদক (১) পদে বিজয়ী হয়েছেন- কবির আহমদ, (২) মো: কাওছার আহমদ, (৩) মোবারক হোসাইন, সমাজ বিষয়ক সম্পাদক মো: আজিম উদ্দিন, সহ সমাজ বিষয়ক সম্পাদক মো: মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম অপি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন- মো: আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার (২) হিসেবে নির্বাচিত হয়েছেন- মইনুল হক। তাছাড়া, কার্যনির্বাহি সদস্য পদে বিজয়ী হয়েছেন- আব্দুল গফফার, মো: ওবায়দুর রহমান, জ্যোতিময় পুরকায়স্থ কাঞ্চন, কল্যাণ চৌধুরী, রাজ উদ্দিন, মো: আব্দুল মান্নান চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, লুৎফা বেগম চৌধুরী, জসিম উদ্দিন আহমদ, এম ই এম ইকবালুর রহমান, আবু মোহাম্মদ আসাদ, মো: এমদাদুল হক, আব্দুল মালিক (১), চৌধুরী আতাউর রহমান আজাদ, মো: ছয়ফুল হোসেন, মো: মুহিবুর রহমান সেলিম, দেবাশীষ কুমার দাস, মো: মনসুর আলম।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। পরে রাতে গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি