সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি কামনায় সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাদ যোহর কদমতলী পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বক্ত, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সহ-প্রচার সম্পাদক সুহেব আহমদ, দপ্তর সম্পাদক খন্দকার মহসীন কামরান, সিনিয়র সদস্য ও সিসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সদস্য জুমাদিন আহমদ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেমিম, প্রিন্সিপাল আমিরুল আলম খান দুলাল, শাহ আলম জুনেদ, আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, বিলাল আহমদ, হাজী নাসির উদ্দিন, ফজলুল হক, এম এন ইসলাম, মোস্তাক খান, মইনুল ইসলাম, বদরুল ইসলাম, আফজাল হোসেন, এনামুর রহমান, গোলাম হাফিজ লুহিত, গোলজার আহমদ জগলু, আব্দুল আহাদ, সাহেদ আহমদ, নাসির উদ্দিন, আব্বাস আহমদ, আব্দুল কাদির সেলিম, রুমন আহমদ, দুলাল আহমদ, বেলাল আহমদ রাজু, সজিব আহমদ, সাহেদ আহমদ সুমিন, আদনান খান হেলাল, আজিজুর রহমান হেলাল, খালেদ আহমদ, সাইদুর রহমান জুনেল, আতিকুর রহমান মাহিন, আদনাল ফেরদাউস, আতিকুর রহমান ঝুমন প্রমুখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মজির উদ্দিন কাসিমী।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি