সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
নিউ সিলেট রিপোর্ট : সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস-২১ প্রকল্পের প্রশিক্ষণের ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হল রুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সির্বেটি ট্রেনার (গ্রাফিক্স ডিজাইন) ফারিহা আক্তার জোহা এবং ধর্ম শিক্ষক মোহাম্মদ আশরাফুল করিমের যৌথ সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট পলিটেকনিক্যালের অধ্যক্ষ ও সিলেট বিভাগের কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফয়সাল মুফতি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফয়সাল মুফতি বলেন, দেশের শিক্ষিত বেকার যুবক ও মহিলাদের আত্মনির্ভরশীল এবং দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছে। ইতোমধ্যে অনেকে এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, শিক্ষিত বেকার যুবক ও মহিলা দেশের বুঝা নয়। তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে দেশের সম্পদে পরিণত করতে হবে। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন, সবাই মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তি হিসেবে দেশের সম্পদে পরিণত হতে হবে। এছাড়া, তিনি প্রশিক্ষণার্থী সবাইকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন, স্কিল-২১ প্রজেক্টের কোর্স কোর্ডিনেটর মনিরুজ্জামান। আরও বক্তব্য রাখেন, চীফ ইন্সট্রাক্টর ও প্রোগ্রাম ম্যানেজার (আর এ সি) ইঞ্জিনিয়ার মো: সিদ্দিকুর রহমান, ফুড ওর্য়াকিং ট্রেডের চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো: আজহারুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের একাডেমিক ইনচার্জ মো: ইব্রাহিম খলিল ও ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর সুদীপ্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, জুনিয়র ইন্সট্রাক্টর ও প্রোগ্রাম ম্যানেজার (গ্রাফিক্স ডিজাইন) মো: মহিবর রহমান, জব প্লেসমেন্ট অফিসার আব্দুল হক কোরেশিসহ সির্বেটি ট্রেনার, স্কিল-২১ প্রজেক্টের কর্মকর্তা, সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফাহমিদা বেগম, মিজানুর রহমান ও জুয়েল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মজিদ থেকে তেলায়াত করেন প্রশিক্ষণার্থী রোমান আহমেদ ও গীতা পাঠ করেন কণিক দেব। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ।
উল্লেখ্য, এবারে স্কিল-২১ প্রজেক্টের ৪র্থ ব্যাচে ৪টি ট্রেডে প্রতি ট্রেডে ২৫ জন করে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ৪ মাস মেয়াদি ট্রেড গুলো হল- গ্রাফিক্স ডিজাইন, রিফ্রেজিশন ও এয়ারকন্ডিশন, ইলেকট্রিক্যাল ইন্সট্রেশন ও ওয়েল্ডিং ফ্রেব্রিকেশন।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি