সিলেট ১০ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
নিউ সিলেট রিপোর্ট : সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও অটোরিক্সা (সিএনজি) সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহসাড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত অটোরিকশা (সিএনজি) চালক ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের চালক শামীম মিয়া (৩৫) ও আরহী বিশ্বনাথ উপজেলার পূর্ব চাশনীকাপন গ্রামের রাহেলা বেগম (৫০) তাঁর মেয়ে কামরুন্নাহার শিপা (২২)। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এসএমপি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিাচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
তিনি আরও জানান, নিহতরা অটোরিক্সার চালক ও যাত্রী। তাদের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি