সিলেট ১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১
নিউ সিলেট রিপোর্ট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯। গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে চুনারুঘাট থানার পূর্ব পাকুরিয়া বটতলা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক- মো: আরিফ মিয়া (২২), তিনি চুনারুঘাট থানাধীন মুচিকান্দি এলাকার মৃত মুক্তার মিয়ার পুত্র ও একই থানার আসলা এলাকার মো: আজগর আলীর পুত্র মো: তোফাজ্জল হোসেন (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আওতাধীন শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল চুনারুঘাট থানার পূর্ব পাকুরিয়া বটতলা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি গাঁজাসহ মো: আরিফ মিয়া ও মো: তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে ২টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি