জেলা মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

জেলা মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউ সিলেট রিপোর্টঃ জেলা মহিলা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মৌসুমী আবাসিক এলাকায় আলহাজ¦ সালমা বাসিতের বাসভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা মহিলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী, বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, জেলা মহিলা আ’লীগ সভাপতি আলহাজ¦ সালমা বাছিত, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি আছিয়া খানম সিকদার, জেলা মহিলা সংস্থার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা আ’লীগের নির্বাহী সদস্য, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা, ডাঃ নাজরা চৌধুরী, সহ-সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, রীনা সরকার, সাহিদা খাতুন তালুকদার, এ্যাডভোকেট শাবানা ইসলাম, রোকেয়া আক্তার চৌধুরী, রামিদা সাঈদা খানম, রীনা রানী তালুকদার, কয়তুন নেছা, সোনিয়া আক্তার নাফিয়া প্রমুখ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা পলাতক খুনিদের দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



এ সংবাদটি 75 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১