যুবদল সম্পাদক মকসুদ রিমান্ডে

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

যুবদল সম্পাদক মকসুদ রিমান্ডে

নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে নাশকতার মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ রিমান্ড চাইলে বিচারক আবদুল মোমেন একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নাশকতার মামলায় আজ মকসুদকে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নাশকতার মামলায় সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন বিকেলে র‌্যাব এসএমপি কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।



এ সংবাদটি 104 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১