সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে নাশকতার মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ রিমান্ড চাইলে বিচারক আবদুল মোমেন একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নাশকতার মামলায় আজ মকসুদকে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নাশকতার মামলায় সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। পরের দিন বিকেলে র্যাব এসএমপি কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি