সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিউ সিলেট রিপোর্ট : সিলেট নগরীর এসএমপি জালালাবাদ থানা এলাকায় সুরমা নদী থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে এসএমপি জালালাবাদ থানাধীন ঘোপাল এলাকায় সুরমা নদীর উত্তর পাড় থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। তবে, অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন মরদেহ নদীতে ভেসে আসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে, তার পরিচয় সনাক্তে আমরা কাজ করছি। ইতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুষঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে সংবাদ প্রেরণ করা হয়েছে।



এ সংবাদটি 306 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০