হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

নিউ সিলেট রিপোর্ট : হবিগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহত- শাহরুখ মিয়া (৫১), তিনি লাখাই উপজেলার সিংহ গ্রামের মৃত খতিব হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. জয়নাল আবেদন ভূঁইয়া জানান, নিহত শাহরুখ মিয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি। হবিগঞ্জ জেলা কারাগারে বেশ কিছুদিন যাবত তিনি সাজাভোগ করছিলেন। তার কয়েদি নং-৫২৭২। গতকাল সোমবার রাতে হঠাৎ করে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ প্রথমে কারাগার হাসপাতালে নেয়া হলে, তার অবস্থার অবনতি হলে পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহরুখ স্ট্রোক করেছেন।



এ সংবাদটি 289 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০