ফুলকুঁড়ি তরুণ সংস্থা’র সাধারণ জ্ঞান প্রতিযোগি সম্পন্ন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

ফুলকুঁড়ি তরুণ সংস্থা’র সাধারণ জ্ঞান প্রতিযোগি সম্পন্ন

নিউ সিলেট রিপোর্ট : সিলেট নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ২৭ নং ওয়ার্ডের ফুলকুঁড়ি তরুণ সংস্থার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ২৭ নং ওয়ার্ডের রহিমা জামেআ ইসলামীয়া গংগানগর ইতিমখানা মাদ্রাসায় ফুলকুঁড়ি তরুণ সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সকাল ১১টায় ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছয়টি ক্লাসের ১২০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতি ক্লাসের ৩ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করা হয়। মোট ২৪ জন অংশগ্রহণকারী বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষাসমাগ্রী ও সনদ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাদেহ আহমদ, সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ছাকিব আহমদ, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক এমাদ আহমদ, সহ অর্থ সম্পাদক তানভীর আহমদ সুহিন, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদ হাসান, মাদ্রাসার শিক্ষক মুরাদ স্যার, দেলোয়ার হোসেন হুজুর, নাইম হুজুরসহ শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এ সংবাদটি 183 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০