সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : দীর্ঘ আড়াইবছর বন্ধ থাকার পর সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়া হয়েছে। এতে দুই দেশ থেকে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। গত ২৫ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা পারাপার শুরু করেছেন।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির ভয়াবহ রূপ নেয়ায় ২০২০ সালের মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চেকপোস্টের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। খুলে দেয়ার খবর পেয়ে চেকপোস্ট দিয়ে দুই দেশের মানুষের মধ্যে আনন্দের বাতাস বইছে। এতে সহজে যাতায়াত করতে পারবেন বলেন। অন্যথায় তাদের অনেক ভোগান্তি পোহাতে হতো।
জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী জানান, মহামারি করোনা সংক্রমনের কারণে গত ২০২০ সালের ১৫ মার্চ চেকপোস্ট বন্ধ করা হয়। দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবস্থার উন্নতি হওয়ায় গত ২৪ সেপ্টেম্বর থেকে ফের দুই দেশের যাত্রী পারাপার শুরু হয়েছে। এখন থেকে যাত্রী পারাপার চলমান থাকবে বলে তিনি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.newsylhet.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি