হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচংয় থানা এলাকায় পূর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসাক মিয়া (৪৫), তিনি বানিয়াচং থানাধীন সুজাতপুর পূর্ববাজুকা গ্রামের কাছম আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে রফিকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল একই গ্রামের সালাম মিয়াগংদের। এরই প্রেক্ষিতে রফিকুল ইসলামের চাচা ইসাক মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কাথাকাটাকাটির এক পর্যায়ে ইসাক মিয়াকে ফিকল দিয়ে বুকে আঘাত করে। এতে ইসাক মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে হামলার বিষয়টি উভয় পক্ষের মধ্যে জানা জানি হলে লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরো ১০জন আহত হন। আহতদের মধ্যে ওলি মিয়া, মহন মিয়া, আলতাছ মিয়া, জনি মিয়া ও নাজমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনি। নিহত ইসাক মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



এ সংবাদটি 367 বার পড়া হয়েছে.
Spread the love
        
 
    

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১